যারা বাংলাদেশ ব্যাংক অফিসার (জেনারেল সাইড) পদে নিয়োগ পরীক্ষা দিবেন তাদের
 জন্য একটা তথ্য শেয়ার করতেছি। এইবার বাংলাদেশ ব্যাংকে ১০০ নম্বরের MCQ 
পরীক্ষা হবে as like as Sonali Bank। তার জন্য গত ১১/০৯/২০১৪ তারিখে টেন্ডার আহ্বান করা হয়েছে। মোট
 পরিক্ষার্থীর সঙ্খ্যা ১০৭৮৭৪ জন। এই পরিক্ষার্থীদের মধ্যে হতে বাছাই শেষে 
লিখিত পরীক্ষা হবে।
যদিও পরীক্ষার Date এখনো দেইনি, তবে খুব সম্ভব কোরবানি ঈদের পর পরেই হবে। So, সবাই ভাল করে Preparation নিন।
যদিও পরীক্ষার Date এখনো দেইনি, তবে খুব সম্ভব কোরবানি ঈদের পর পরেই হবে। So, সবাই ভাল করে Preparation নিন।



